ভারতবর্ষকে মাতৃরূপে পূজা করার কথা অনেকেই বলেন। তবে তা আক্ষরিক করা হয় এখানে । এখানে ভারতমাতা নামে একটি মানচিত্র মেঝেতে তৈরি করে তাতে পূজা করা হয়।
দ্য ভারত মাতার মন্দির মধ্যে অবস্থিত মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ ক্যাম্পাসে বারাণসী.মন্দিরটিতে ভারতের মার্বেল ত্রাণ মানচিত্রের পাশাপাশি ভারত মাতার একটি মার্বেল প্রতিমা রয়েছে।
মন্দির, জাতীয়তাবাদীদের উপর এই মন্দির। মহাত্মা গান্ধী 1936 সালে উদ্বোধন করেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, “আমি আশা করি এই মন্দিরটি, যা সমস্ত ধর্ম, বর্ণ এবং ধর্মীয় সম্প্রদায়ের লোকদের জন্য একটি মহাবিশ্বের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে হরিজনস, দেশে ধর্মীয় unityক্য, শান্তি এবং ভালবাসা প্রচারে দুর্দান্ত পথে যাবে “।এই মন্দিরে পুঁজিত হয় ভারত মাতা র মূর্তি।বহুতল বিশিষ্ট এই মন্দিরে ঢুকে দেখতে পাবেন ভারত মাতা র মূর্তি।মন্দির র উচ্চতা 180ফুট।এই মন্দির স্বাধীনতা সংগ্রামী দের জন্য তৈরী হয়ে ছিল।3D technology আদলে তৈরি।মন্দির তৈরিতে ছিল 25জন শিল্পী আর 30 জন কর্মী।খোদাই এর মাধ্যমে অখন্ড ভারতের মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে।মানচিত্র টি 32ফুট।স্বাধীনতা দিবসে আর প্রজাতন্ত্রের দিন বিশেষ ভাবে সাজানো হয়।এই মন্দির কে MotherIndia Temple বলা হয়।এই মন্দির করেছেন স্বামী সত্যমিত্রানন্দ গিরি।