Bharat RitualsBharat Rituals
  • ভারতীয় প্রথা
    • ভারতীয় প্রথা
    • ভুল-ভ্রান্তি
    • উৎসব
    • দিনকাল, অনুষ্ঠান ও ঘটনা
  • শাস্ত্রে বিজ্ঞান
  • মন্দির ও পীঠস্থান
  • পূজা অর্চনা
    • দেব-দেবী
    • পূজা অর্চনা
    • পূজার মন্ত্র
  • অন্যান্য
    • মাইথোলজি
    • মহাপুরুষ
    • শ্লোক ও উক্তি
Search
© 2023 Bharat Rituals. Content are collected from scriptures and internet.
Reading: মা দুর্গার ১০৮ নাম
Share
Sign In
0

No products in the cart.

Notification Show More
Aa
Bharat RitualsBharat Rituals
0
Aa
Search
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Bharat Rituals > All Posts > দেব-দেবী > মা দুর্গার ১০৮ নাম
দেব-দেবী

মা দুর্গার ১০৮ নাম

BR Desk
Last updated: 2022/07/03 at 10:58 AM
BR Desk 1.1k Views
Share
16 Min Read
maa durga 108 names in bengali
SHARE

মা দুর্গার অনেক নাম আছে। বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নাম আছে। আমরা এখানে দুর্গার অষ্টোত্তর শতনাম আলোচনা করব।

Contents
মা দুর্গার ১০৮ নামের বঙ্গানুবাদবাংলার পাঁচালি ও ছড়াগানে মা দুর্গার প্রচলিত নাম (অর্থ সহ)মা দুর্গার সকল রূপের নাম :আরও পড়ুন

মূল সংস্কৃত ও বঙ্গানুবাদ, ঈশ্বর উবাচ
শতনাম প্রবক্ষ্যামি শৃণুষ্ব কমলাননে।

যস্য প্রসাদমাত্রেণ দুর্গা প্রীতা ভবেৎ সতী।।১।।

ওঁ সতী সাধ্বী ভবপ্রীতা ভবানী ভবমোচনী।

আর্য্যা দুর্গা জায়া আদ্যা ত্রিনেত্রা শূলধারিণী।।২।।

পিনাকধারিণী চিত্রা চন্দ্রঘণ্টা* মহাতপা।

মনোবুদ্ধিরহঙ্কারা চিত্তরূপা চিতা চিতিঃ।।৩।।

সর্ব্বমন্ত্রময়ী সত্যা সত্যানন্দস্বরূপিণী।

অনন্তা ভাবিনী ভাব্যা ভব্যাঽভব্যা সদাগতিঃ।।৪।।

শাম্ভবী দেবমাতা চ চিন্তা রত্নপ্রিয়া সদা।

সর্ব্ববিদ্যা দক্ষকন্যা দক্ষযজ্ঞবিনাশিনী।।৫।।

অপর্ণানেকবর্ণা চ পাটলা পাটলাবতী।

পট্টাম্বরপরিধানা কলমঞ্জীররঞ্জিনী।।৬।।

অমেয়বিক্রমা ক্রূরা সুন্দরী পুরসুন্দরী।

বনদুর্গা চ মাতঙ্গী মতঙ্গমুনিপূজিতা।।৭।।

ব্রাহ্মী মাহেশ্বরী চৈন্দ্রী কৌমারী বৈষ্ণবী তথা।

চামুণ্ডা চৈব বারাহী লক্ষ্মীশ্চ পুরুষাকৃতিঃ।।৮।।

বিমলোৎকর্ষিণী জ্ঞানা ক্রিয়া সত্যা চ বুদ্ধিদা।

বহুলা বহুলপ্রেমা সর্ব্ববাহনবাহনা।।৯।।

শুম্ভনিশুম্ভহননী মহিষাসুরমর্দ্দিনী।

মধুকৈটভহন্ত্রী চ চণ্ডমুণ্ডবিনাশিনী।।১০।।

সর্ব্বাসুরবিনাশা চ সর্ব্বদানবঘাতিনী।

সর্ব্বশাস্ত্রময়ী সত্যা** সর্ব্বাস্ত্রধারিণী।।১১।।

অনেকশস্ত্রহস্তা চ অনেকাস্ত্রধারিণী।

কুমারী চৈককন্যা চ কৈশোরী যুবতী যতিঃ।

অপ্রৌঢ়া চৈব প্রৌঢ়া চ বৃদ্ধমাতা বলপ্রদা।।১২।।

মহোদরা মুক্তকেশী ঘোররূপা মহাফলা।।১৩।।

অগ্নিজ্বালা রৌদ্রমুখী কালরাত্রিস্তপস্বিনী।।১৪।।

নারায়ণী ভদ্রকালী বিষ্ণুমায়া জলোদরী।।১৫।।

শিবদূতী করালী চ অনন্তা পরমেশ্বরী।

কাত্যায়নী চ সাবিত্রী প্রত্যক্ষা ব্রহ্মবাদিনী।।১৬।।

য ইদং প্রপঠেন্নিত্যং দুর্গানামশতাষ্টকম্।

নাসাধ্যং বিদ্যতে দেবি ত্রিষু লোকেষু পার্ব্বতি।।১৭।।

ধনং ধান্যং সুতং জায়াং হয়ং হস্তিনমেব চ।

চতুরঙ্গং*** তথা চান্তে লভেন্মুক্তিঞ্চ শাশ্বতীম্।।১৮।।

কুমারীং পূজয়িত্বা তু ধ্যাত্বা দেবীং সুরেশ্বরীম্।

পূজয়েৎ পরয়া ভক্ত্যা পঠন্নামশতাষ্টকম্।।১৯।।

তস্য সিদ্ধির্ভবেদ্দেবি সর্ব্বৈঃ সুরবরৈরপি।

রাজানো দাসতাং যান্তি রাজ্যশ্রিয়মবাপ্নুয়াৎ।।২০।।

গোরোচনালক্তককুঙ্কুমেন সিন্দুরকর্পূরমধুত্রয়েণ।

বিলিখ্য যন্ত্রং বিধিনা বিধিজ্ঞো ভবেৎ সদা ধারয়িতে পুরারিঃ।।২১।।

ভৌমাবাস্যানিশাভাগে চন্দ্রে শতভিষাং গতে।

বিলিখ্য প্রপঠেৎ স্তোত্রং স ভবেৎ সম্পদাং পদম্।।২২।।

ইতি বিশ্বসারতন্ত্রে দুর্গাশতনামস্তোত্রং সমাপ্তম্।

মা দুর্গার ১০৮ নামের বঙ্গানুবাদ

ঈশ্বর বললেন, হে কমলাননা, এখন অষ্টোত্তর-শতনাম বলছি, যে অষ্টোত্তর-শতনামের প্রসাদে সতী দুর্গা সন্তুষ্ট হন, সেই শতনামস্তব শ্রবণ করো:

(১) সতী, (২) সাধ্বী, (৩) ভবপ্রীতা, (৪) ভবানী, (৫) ভবমোচনী, (৬) আর্য্যা, (৭) দুর্গা, (৮) জয়া, (৯) আদ্যা, (১০) ত্রিনেত্রা, (১১) শূলধারিণী, (১২) পিনাকধারিণী, (১৩) চিত্রা, (১৪) চন্দ্রঘণ্টা, (১৫) মহাতপা, (১৬) মনঃ, (১৭) বুদ্ধি, (১৮) অহঙ্কারা, (১৯) চিত্তরূপা, (২০) চিতা, (২১) চিতি, (২২) সর্বমন্ত্রময়ী, (২৩) নিত্যা, (২৪) সত্যানন্দস্বরূপিণী, (২৫) অনন্তা, (২৬) ভাবিনী, (২৭) ভাব্যা, (২৮) ভব্যা, (২৯) অভব্যা, (৩০) সদাগতি, (৩১) শাম্ভবী, (৩২) দেবমাতা, (৩৩) চিন্তা, (৩৪) রত্নপ্রিয়া, (৩৫) সর্ববিদ্যা, (৩৬) দক্ষকন্যা, (৩৭) দক্ষযজ্ঞবিনাশিনী, (৩৮) অপর্ণা, (৩৯) অনেকবর্ণা, (৪০) পাটলা, (৪১) পাটলাবতী, (৪২) পট্টাম্বরপরিধানা, (৪৩) কলমঞ্জীররঞ্জিনী, (৪৪) অমেয়বিক্রমা, (৪৫) ক্রূরা, (৪৬) সুন্দরী, (৪৭) সুরসুন্দরী, (৪৮) বনদুর্গা, (৪৯) মাতঙ্গী, (৫০) মতঙ্গমুনিপূজিতা, (৫১) ব্রাহ্মী, (৫২) মাহেশ্বরী, (৫৩) ঐন্দ্রী, (৫৪) কৌমারী, (৫৫) বৈষ্ণবী, (৫৬) চামুণ্ডা, (৫৭) বারাহী, (৫৮) লক্ষ্মী, (৫৯) পুরুষাকৃতি, (৬০) বিমলা, (৬১)উৎকর্ষিণী, (৬২) জ্ঞানা, (৬৩) ক্রিয়া, (৬৪) সত্যা, (৬৫) বুদ্ধিদা, (৬৬) বহুলা, (৬৭) বহুলপ্রেমা, (৬৮) সর্ববাহনবাহনা, (৬৯) নিশুম্ভনিশুম্ভহননী, (৭০) মহিষাসুরমর্দিনী, (৭১) মধুকৈটভহন্ত্রী, (৭২) চণ্ডমুণ্ডবিনাশিনী, (৭৩) সর্বাসুরবিনাশা, (৭৪) সর্বদানবঘাতিনী, (৭৫) সর্বশাস্ত্রময়ী, (৭৬) সত্যা, (৭৭) সর্বাস্ত্রধারিণী, (৭৮) অনেকশস্ত্রহস্তা, (৭৯) অনেকাস্ত্রধারিণী, (৮০) কুমারী, (৮১) কন্যা, (৮২) কৈশোরী, (৮৩) যুবতী, (৮৪) যতি, (৮৫) অপ্রৌঢ়া, (৮৬) প্রৌঢ়া, (৮৭) বৃদ্ধমাতা, (৮৮) বলপ্রদা, (৮৯) মহোদরী, (৯০) মুক্তকেশী, (৯১) ঘোররূপা, (৯২) মহাবলা, (৯৩) অগ্নিজ্বালা, (৯৪) রৌদ্রমুখী, (৯৫) কালরাত্রি, (৯৬) তপস্বিনী, (৯৭) নারায়ণী, (৯৮) ভদ্রকালী, (৯৯) বিষ্ণুমায়া, (১০০) জলোদরী, (১০১) শিবদূতী, (১০২) করালী, (১০৩) অনন্তা, (১০৪) পরমেশ্বরী, (১০৫) কাত্যায়নী, (১০৬) সাবিত্রী, (১০৭) প্রত্যক্ষা, (১০৮) ব্রহ্মবাদিনী

বাংলার পাঁচালি ও ছড়াগানে মা দুর্গার প্রচলিত নাম (অর্থ সহ)

১| শঙ্করী: শঙ্করের ঘরনী | তাই তিনি দেবী শঙ্করী | আপামর ভক্তর কাছে তিনি মা শঙ্করী |

২| সুরেশ্বরী: সুর মানে দেবতা | তাঁদের অধীশ্বরী দেবী দুর্গা | তাই দেবতারা তাঁকে সুরেশ্বরী বলে সম্বোধন করেন|

৩| কমলে কামিনী: দেবীর কৃপায় রক্ষা পেয়েছিল ধনপতি সওদাগরের বাণিজ্য এবং পরিবার | তাই‚ ধনপতি এবং তাঁর পুত্র শ্রীমন্ত এই সম্বোধন করেছিলেন পদ্মাসনা দেবীকে |

৪| গায়ত্রী: এই নামে দেবী পূজিত হন পাতালে |

৫| মহোদরী: গণেশের জন্মদাত্রী বলে এই নাম হয় দেবী দুর্গার |

৬| কৃত্তিবাস প্রিয়া: বাঘছাল পরিহিত শিবের আর এক নাম কৃত্তিবাস | তাঁর স্ত্রী বলে দুর্গা‚ কৃত্তিবাস প্রিয়া |

৭| মাতঙ্গী: তান্ত্রিক মহাবিদ্যার অনুযায়ী দেবীর এক নাম মাতঙ্গী |

৮ | বগলা: দশ মহাবিদ্যার অন্যতম হল বগলা | তাই দুর্গা পরিচিত হন বগলা বা বগলামুখী নামে |

৯ | কপাল মালিকে: এই নামে দেবীকে বর্ণিত করেছেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা |

১০ | করালবদনী: কালিকা রূপে তিনি ভীষণরূপে পূজিতা | তাঁর দাঁতের সারির জন্য তখন তাঁর নাম করালবদনী |

১১| ভুবন ঈশ্বরী: দুর্গাকে এই নামে সম্বোধন করেছিলেন পবনদেব |

১২ | রাজ রাজেশ্বরী: পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতিরা দেবীর নামকরণ করেন এই সম্বোধনে |

১৩| ত্রিদিব জননী: ত্রিদিব কথার অর্থ স্বর্গ | দুর্গা হলেন সবার মা‚ তাই ত্রিদিব জননী |

১৪ | কাল করালিনী: পত্নী দুর্গার এই নাম দিয়েছিলেন স্বয়ং মহাদেব |

১৫ | উমা জগৎ জননী: এই নামও দিয়েছিলেন সাধারণ ভক্তরা |

১৬ | মহেশগৃহিনী: দুর্গার সখীরা তাঁকে এই নামে ডাকতেন |

১৭ | মহামায়া: কংসধামে এই নাম পেয়েছিলেন দুর্গা |

১৮ |কালজয়া: তিনি কাল জয় করেছেন | তাই তিনি কালজয়া |

১৯ | কৃতান্ত দলনী: দেবী দুর্গাকে এই নাম দিয়েছিলেন যমরাজ |

২০ | কাত্যায়নী: ঋষি কাত্যায়ন পুজো করেছিলেন দেবী দুর্গার | তাই তিনি দেবী কাত্যায়নী |

২১| সর্ববিশ্বোদরী: দেবীর এই নাম রেখেছিলেন নারায়ণ |

২২| শুভঙ্করী: ভক্তের শুভ অর্থাৎ মঙ্গল করেন দুর্গা | তাই তিনি শুভঙ্করী |

২৩| ঊর্বশী: দেবলোকে এই নাম ছিল দুর্গার |

২৪| ষোড়শী: তান্ত্রিক মতে‚ কুমারী দুর্গার নাম ষোড়শী |

২৫ | ক্ষেমঙ্করী: তিনি ক্ষান্তিক্ষেম | মঙ্গলময়ী অবতার | তাই‚ ক্ষেমঙ্করী |

২৬ | মহিষমর্দিনী: মহিষাসুরের বিনাশ করেছিলেন দেবী | সেই কীর্তি থেকেই এই নামের সৃষ্টি |

২৭ | ছিন্নমস্তা: তান্ত্রিক ধারায় দশ দেবীর অন্যতম এই দেবী | শক্তির মূর্ত প্রতীক হয়ে দেবী নিজের মুণ্ড ছেদ করে রক্ত পান করেছিলেন | হিন্দু এবং বৌদ্ধ বিশ্বাসে তিনি দেবী ছিন্নমস্তা |

২৮ | দৈত্যদর্প নিসুদিন: মহিষাসুরকে বধ করেছিলেন বলে দুর্গার একটি নাম এটি |

২৯ | বিরিঞ্চি নন্দিনী: হিন্দু পুরাণে বিরিঞ্চি নামে ব্রহ্মা‚ বিষ্ণু এবং মহেশ্বর তিনজনকেই বর্ণনা করা হয় | যেহেতু সব দেবতার অংশে থেকেই দুর্গার জন্ম‚ তাই তিনি বিরিঞ্চি নন্দিনী |

৩০| পাপবিনাশিনী: যাঁদের পাপ-সাগর থেকে মুক্ত করেছিলেন‚ তাঁদের কাছে তিনি এই নামেই আরাধ্যা |

৩১ | দিগম্বরা: কালিকা রূপে তাঁর এই নাম | কারণ কালিকার অঙ্গে নেই কোনও বস্ত্র খণ্ড | নাচতে নাচতে সব খসে পড়েছে তাঁর দেহ থেকে |

৩২ | শিবানী: শিবের পত্নী | তাই দুর্গা শিবানী |

৩৩| অপরাজিতা: পৃথিবীর গর্ভ থেকে জন্ম দুর্গার ধ্বংসাত্মক রূপ‚ অপরাজিতার | এর প্রতীক স্বরূপ অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল দেবীর পুজোয় চাই | বিজয়া দশমীতে পুজো করা হয় অপরাজিতার ডালও |

৩৪ | উগ্রচণ্ডা: পবননন্দন এই নামে ডেকেছিলেন দেবীকে |

৩৫| দীনমণি: দরিদ্র ঈশ্বরী পাটনীকে অন্নপূর্ণা রূপে দয়া করেছিলেন দেবী দুর্গা | তাই‚ পাটনীর বর্ণনায় তিনি দীনমণি‚ অর্থাৎ দরিদ্রদের নয়নের মণি

৩৬| গণেশ জননী: গণপতিকে জন্ম দিয়ে তাঁর এই নাম হয় |

৩৭ | দুর্গতিনাশিনী: ভক্তের দুর্গতি নাশ করেন | তাই তাঁর এই নাম তাঁর |

৩৮ | দুর্গা: দুর্গতিনাশিনীর সংক্ষিপ্ত রূপ এটি |

৩৯ | সুখদা অন্নদা: তিনি সংসারে সুখ এবং অন্ন দান করেন | তাই‚ দেবী সুখদা এবং অন্নদা |

৪০ | মৃগেশ বাহিনী: মহাদেব তাঁকে এই নামে সম্বোধন করতেন |

৪১ | মহেশ ভাবিনী: শিবের এক নাম মহেশ | তাই তাঁর স্ত্রী পার্বতীর এক নাম মহেশ ভাবিনী |

৪২ | ইন্দ্রাণী: দেবী আবার ইন্দ্রের পত্নী | তাই তিনি ইন্দ্রাণী |

৪৩ | রুদ্রাণী:শিব রুদ্র | অতএব দুর্গা হলেন রুদ্রাণী | কামাখ্যায় তিনি এই রূপে পূজিতা |

৪৪ | হররাণী: দেবীর এই নাম রেখেছিলেন বৃন্দাদূতী |

৪৫| শমন ত্রাসিনী: দেবীকে এই সম্বোধনে ডেকেছিলেন উদ্ধব |

৪৬ | অরিষ্ট নাশিনী: অসুরদের দমন করে দেবতাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন তিনি | তাই তিনি অরিষ্ট নাশিনী |

৪৭ | দাক্ষায়নী: দক্ষ কন্যা বলে দুর্গার নামের তালিকায় আছে এই নাম |

৪৮ | পার্বতী: হিমালয় পর্বতের দুহিতা | তাই তিনি পার্বতী |

৪৯ | মৃগাঙ্ক আননী: ঋষি দুর্বাসা দেবীকে এই নামে ডেকেছিলেন |

৫০ | প্রিয়ঙ্করী: তিনি সবার মনোকামনা পূর্ণ করেন | তাই তিনি প্রিয়ঙ্করী |

৫১ | শঙ্করী সুন্দরী: দেবী দুর্গাকে এই নামে ডেকেছিলেন রাবণ পত্নী মন্দোদরী |

৫২ | শিব সহচরী: শিবের পার্শ্ববর্তী দেবী দুর্গা | সুতরাং তিনি শিব সহচরী |

৫৩ | শিব দারা: দারা কথার অর্থ স্ত্রী | তাই‚ শিবের পত্নী হিসেবে এই নাম লাভ করেছেন দুর্গা |

৫৪ | কান্তিকরী: দুর্গা শান্তিদান করেন | তাই তিনি কান্তিকরী |

৫৫| শুভঙ্করী: দুর্গা সবার শুভ বা মঙ্গল করেন | তাই তিনি শুভঙ্করী |

৫৬ | ত্রিলোকতারিণী: ত্রিলোকের দেবী তিনি | তাই এই নাম পেলেন দেবী |

৫৭ | ঈশানী: শিবের আর এক নাম ঈশান | ফলে শিব পত্নী দুর্গা হলেন শিবানী |

৫৮ | ইন্দ্রাণী: ইন্দ্রপুরীতে দেবীর আবার নাম ইন্দ্রাণী |

৫৯ | অগতির গতি: সাধারণ মানুষ দেবীকে এই নামে ডেকে পুজো করেন |
৬০ | সর্বানী: শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ এই নামে সম্বোধন করেছিলেন দেবীকে |

৬১ | জগত্তারিণী: বিশ্বপতি এই নাম রেখেছিলেন দুর্গার |

৬২| ভগবতী: ভক্তদের সবরকম সুখদান করেন | তাই দুর্গা ভগবতী |

৬৩ | অন্নপূর্ণা: তাঁর ভাণ্ডার সর্বদা অন্না দ্বারা পূর্ণ | তাই দেবী অন্নপূর্ণা |

৬৪ | মহেশ্বরী: তিনি মহা ঈশ্বরী | অর্থাৎ মহেশ্বরী | নাম রেখেছিলেন শ্রীরাম |

৬৫ | ব্রহ্মাণ্ড জননী: প্রকৃতি থেকে জাত দুর্গা | তাই‚ এই ব্রহ্মাণ্ডের জননী দেবী |

৬৬ | শিবানী: শিবের স্ত্রী বলে তাঁর নাম শিবানী |

৬৭ | সত্যসনাতনী: তিনি সত্য | তিনি সনাতন | তাই‚ দেবী সত্যসনাতনী |

৬৮ | ভবানী: তিনি ভবের দেবী | তাই‚ ভবানী |

৬৯ | চণ্ডী: উগ্রচণ্ডারূপে আবার এই নাম পেলেন দেবী |

৭০ | এলোকেশী: মহিষাসুরকে বধ করতে গিয়ে দুর্গার কেশ আলুলায়িত | তাই তিনি এলোকেশী |

৭১| মায়া মহোদরী: এই নাম দেবীকে দিয়েছিলেন অর্যমা|

৭২| হররমা: এই নামে দেবীকে সম্বোধন করতেন গঙ্গানদী |

৭৩ | সর্বদা সারদা: দেবী সারদান করেন | তাই মুনিঋষিগণ তাঁকে সারদা বলেই সম্বোধন করেন |

৭৪ | বরদা: দেবীর এই নাম রেখেছিলেন ঋষি বালখিল্য |

৭৫ | ভীমা: দেবীর ভীষণরূপের জন্য এই নাম রেখেছিলেন ক্রোধী জহ্নুমুনি |

৭৬ | গিরিশ নন্দিনী: এই নামে দেবীকে ডেকেছিলেন ভক্ত প্রহ্লাদ |

৭৭ | গোমাতা গৌরী: মা দুর্গাকে এই নামে আরাধনা করতেন সব রাখাল |

৭৮ | গোপেশ কুমারী: গান্ধারী দিয়েছিলেন এই নাম‚ দেবী দুর্গাকে |

৭৯ | গিরীন্দ্র নন্দিনী: ব্রজেশ্বরী অর্থাৎ রাধিকা‚ দুর্গাকে ডেকেছিলেন এই সম্বোধনে |

৮০ | ভবের কৌমারী: তিনি কুমারী রূপেও পূজিতা হন | তাই তিনি ভবের কৌমারী |

৮১| গজেন্দ্র জননী: মহিষাসুরমর্দিনীর পাশাপাশি দুর্গা গণেশের মা | তাই এই নামের অধিকারিণী তিনি

৮২| গোবিন্দ ভগিনী: দেবী দুর্গার এই নাম রাখেন বিশ্বামিত্র মুণি |

৮৩| যোগেশ যোগিনী: মা দুর্গার এই নামকরণ করেছিলেন দেবকী |

৮৪| পরা পরায়নী: দেবীর এই নামকরণের নেপথ্যে আছেন রৈবতক মুণি |

৮৫| দক্ষ যজ্ঞ বিনাশিনী: বলা যায়, এই নাম নিজেই নিজেকে দিয়েছিলেন দুর্গা | পার্বতী বা সতীর এক রূপ হল দেবী দাক্ষায়নী | তিনি এই নামকরণ করেছিলেন দুর্গার | কারণ দুর্গা বিনষ্ট করেছিলেন তাঁর পিতা দক্ষের মহাযজ্ঞ |

৮৬ | শাকম্ভরী: ঔর্ব্বমুণি এই নামে সম্বোধন করতেন দুর্গাকে |

৮৭ | ত্রিতাপহারিণী: ত্রিজগতের দুঃখ দুর্গা নাশ করেন | তাই তিনি ত্রিতাপহারিণী |

৮৮ | ভবানী: পৃথিবীতে এই নামে ডেকে দুর্গার আরাধনা করেন সাধারণ ভক্তগণ |

৮৯ | ব্রহ্মাণী: সমগ্র বিশ্বের অধীশ্বরী | তাই দুর্গা ব্রহ্মাণী |

৯০ | কালী কপালিনী: মর্ত্যলোকে তন্ত্রসাধনায় দুর্গা আবার পূজিত এই রূপেও|

৯১ | শিব নিতম্বিনী: দেবী দুর্গা সর্বদা থাকেন শিবের পাশে পাশে | তাই তিনি শিব নিতম্বিনী |

৯২ | অরিষ্টস্তম্ভিনী: অরি অর্থাত্‍ শত্রুকে বিনাশ করেন দুর্গা | তাই তাঁর এই নাম |

৯৩| ভব মনোহরা: দেবী দুর্গা ভরনী ভাবিনী | তাই, তাঁর এই নামকরণ |

৯৪ | শিবকরা: তিনি শিবের ঘরনী | তাই, কৌমারী দুর্গা হলেন শিবকরা |

৯৫| অপর্ণা: মহাদেবকে লাভের জন্য তপস্যারত দুর্গার এই নামকরণ করেন ছায়াবতী |

৯৬| অন্নদা: সবাইকে দুর্গা অন্ন দান করেন | তাই, তিনি অন্নদা |

৯৭ | সর্বসিদ্ধিদাত্রী: ভৃগুমুণি রেখেছিলেন এই নাম দেবী দুর্গার জন্য |

৯৮ | নৃমুণ্ডুমালিকে: দুর্গাকে এই নাম দিয়েছিলেন আয়ান ঘোষ |

৯৯ | প্রমোথিনী: শিবের অনুচর, যাঁরা নাচ-গানে পারদর্শী, তাঁদের বলা হয় প্রমথ | দেবী দুর্গাও মহাদেবের অনুগামিনী | অর্থাত্‍ তিনি হলেন প্রমোথিনী।

১০০| জয়া: দেবী দুর্গার সঙ্গিনীর নাম জয়া | আবার সঙ্গিনীরা নাকি এই নামে ডাকতেন দুর্গাকেও | কারণ জয়া-বিজয়া কার্যত দুর্গারই এক রূপ |

১০১ | মহাকালী: বিন্ধ্য পর্বত এই নাম রেখেছিল দেবী দুর্গার উদ্দেশে |

১০২| দানব দলনী: তিনি অসুর নিধন করেছেন | তাই তিনি অসুর বা দানব দলনী |

১০৩| ভদ্রকালী: পাতালে দেবী দুর্গা পূজিত হন এই রূপে |

১০৪ | মেনকা দুলালী: গিরিরাজ হিমালয়ের ঘরে দেবী মেনকার কন্যা | তাই তিনি মেনকা দুলালী |

১০৫| মন্মথমোহিনী: দুর্গার এই নামকরণ করেছিলেন কামদেব বা মদনদেব |

১০৬| নারায়ণী: দুর্গার এক রূপ হলেন দেবী লক্ষ্মী | তাই মহালক্ষ্মী এবং সেইসঙ্গে দুর্গাও নারায়ণী |

১০৭ | চামুণ্ডে চণ্ডিকা: দুর্গার এক রূপ হল চামুণ্ডা চণ্ডী |

১০৮ | দুর্গতিনাশিনী: ভক্তদের দুর্গতি থেকে রক্ষা করেন তিনি | তাই দেবী দুর্গা দুর্গতিনাশিনী |

মা দুর্গার সকল রূপের নাম :

অগসূতা, অগাত্মজা, অতসীপুষ্পবর্ণাভা, অদ্রিজা, অদ্রিতনয়া, অনন্তা, অনাদ্যা, অন্নদা, অন্নপূর্ণা, অপরাজিতা, অপর্ণা, অব্যয়া, অভয়া, অমোঘা, অম্বা, অম্বালা, অম্বালিকা, অক্বিকা, অষ্টভুজা, অসুরনাশিনী,আদিদেবী,আদিভুতা, আদ্যা, আদ্যাশক্তি,আনন্দময়ী, আর্যা, ঈশানী, ঈশ্বরী, উমা, কপর্দিনী, কাত্যায়নী, কাণ্ডবারিণী, কামাক্ষী, কৈলাশবাসিনী, কৌশিকী, ঈশানী, গিরিকুমারী, গিরিজা, গিরিনন্দিনী, গিরিবালা, চণ্ডবতী, জগদক্বা,জগদ্ধাত্রী, জগন্ময়ী, জগন্মাতা, জয়ন্তী, জয়া, গিরিসূতা, গৌতমী, গৌরী, চণ্ডী, চামুণ্ডা, জগজ্জননী, জগদ্গৌরী, জ্বালমালিনী, তারিণী, ত্রিগুণা, ত্রিনয়না, ত্রিনয়নী ত্রিশূলধারিণী, ত্রিশূলিনী, দক্ষকন্যা, দক্ষজা, দশভুজা,দাক্ষায়ণী, দনুজদলনী, দানবদলনী, দুর্গা, নগনন্দিনী, নন্দা, নিস্তারিণী,পরমাপ্রকৃতি, পরমেশ্বরী, পর্বতদুহিতা, পর্বতসূতা, পার্বতী, প্রকৃতি, বভ্রবী, বাভ্রবী, বাসন্তী, বিজয়া, বিন্ধ্যবাসিনী, বিশ্বেশ্বরী, ভগবতী, ভদ্রকালী,ভদ্রাণী, ভবতারিণী, ভাস্বতী, মঙ্গলা, মহাদেবী, মহাবিদ্যা, মহামায়া, মহাশক্তি, মঙ্গলচণ্ডী, মহিষাসুরমর্দিনী, মহেশানী, মহেশী, মোক্ষদা, যোগমায়া, রাজরাজেশ্বরী, রুদ্রাণী, সতী, সর্বজ্ঞা, সাবিত্রী, শঙ্করী, শরণ্যা, শর্বাণী,শাকক্ভরী, শারদা, শিবপত্নী, শিবপ্রিয়া, শিবা, শিবানী, শুভঙ্করী, শুভচণ্ডী, শূলিনী, শৈলজা, শৈলসূতা, শৈলেয়ী, সনাতনী, সর্বজয়া, সর্বমঙ্গলা, সর্বাণী, সর্বার্থসাধিকা, সাত্তি্বকী, সিংহবাহিনী, সুরেশ্বরী, হিমালয়নন্দিনী, হৈমবতী।

আরও পড়ুন

TAGGED: 108 Names, maa durga
Share This Article
Facebook Pinterest Whatsapp Whatsapp Telegram Email Copy Link Print
Share
এটি পড়ে আপনার কেমন অনুভূতি হল?
Love0
Sad0
Cry0
Happy0
Surprise0
Previous Article science behind sindoor সিঁথিতে সিঁদুর পরার প্রথা আসলে বিজ্ঞান
Next Article shri krishna 108 names in bengali শ্রীকৃষ্ণের ১০৮ নাম
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Bharat RitualsBharat Rituals
Follow US
© 2023, Bharat Rituals | তথ্যসূত্রঃ গীতা, পঞ্জিকা, মন্ত্র, পুরোহিত, ইন্টারনেট ইত্যাদি। আমাদের উদ্দেশ্য প্রাচীন ভারতের প্রথা ও সংস্কৃতি কে সর্বসমক্ষে প্রকাশ করা। কোনও ধর্মীয় ভাবাবেগ কে আঘাত/অপমান/ছোটো করা নয়। আমরা সমস্ত ধর্ম কে সমান শ্রদ্ধা ও সন্মান করি।
adbanner
AdBlock Detected
বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আমরা এই ওয়েবসাইট এর খরচ বহন করে থাকি, আপনি যদি দয়া করে আপনার ব্রাউজারের Adblocker এই সাইটের জন্য বন্ধ রাখেন, খুব উপকৃত হব। ধন্যবাদ
Okay, I'll Whitelist
Welcome Back!

Sign in to your account

Lost your password?