বাংলা তে প্রথম দুর্গা পূজা হয় আনুমানিক ১৫০০শতকের শেষ দিকে।জানা যায় মালদহ বা দিনাজপুরের কোন রাজা প্রথম দুর্গা পূজা শুরু করেন।আবার অনেকের মতে নদিয়া জেলার রাজা ভাবনন্দ মজুমদার ১৬০৬ শরৎ কালে প্রথম পূজা শুরু করেন।আবার অন্য সূত্রানুসারে তাহেরপুরের প্রথম শারদীয়া বা শরৎ দুর্গা পূজা হয়।এরপরে রাজশাহির রাজা এবং বিভিন্ন গ্রামের হিন্দু রাজারা প্রতি বছর এই পুজো আরম্ভ করেন। আবার কলকাতায় ১৬১০ সালে বারিশার রায়চৌধুরী পরিবার প্রথম দূর্গাপুজার আয়োজন করেছিল বলে জানা যায়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর রাজা নবকৃষ্ণদেব লর্ড ক্লাইভের সন্মানে কলকাতার শোভা বাজার রাজবাড়িতে দূর্গাপূজার মাধ্যমে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন এবং তাঁর জন্য বিদেশ থেকে নিকি বাঈ নামে এক নর্তকীকে আনিয়ে ছিলেন। ব্রিটিশ বাংলায় এই পূজা বৃদ্ধি পায় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে দূর্গাপুজো স্বাধীনতার প্রতীক হিসাবে জাগ্রত হয়।আবার অনেকের মতে মোগল আমলে ধনী পরিবার গুলি দুর্গা পুজো করতেন।তবে আদি দুর্গার রূপ ছিল একটু অন্য ধরনের চোখ ছিল গোল ও উজ্জ্বল দেবী সাদা বাগ বা সবুজ সিংহ এর উপরে বিরাজ করতেন।