খুঁটি পুজোর ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে।
পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা। তখন থেকেই অনেকে রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হত। যেটি ‘কাঠামো পুজো’ বলেই পরিচিত।পুজোর তোড়জোড়ই শুরু করা হয় খুঁটিপূজার মাধ্যমে।বর্তমান সময়ে সকল ক্লাব খুঁটি পুজোর মাধ্যমেই পুজোর শুরু করে থাকে।না না অনুষ্ঠানে ও করা হয়ে থাকে।এই রীতি বহু পুরানো।
দুর্গা পূজার আগে খুঁটি পুজো হয় কেন
Leave a comment
Leave a comment