আসুন জেনেনি শাঁখা র উপকারিতা এবং পৌরাণিক কাহিনী । বর্তমানে শাঁখা পোলা ব্যাবহার উঠেই যাচ্ছে বা ফ্যাশনের চাপে লুপ্ত হয়ে যাচ্ছে ।অনেকেই মনে করেন শাঁখা পড়া ওল্ড ফ্যাশান।কিন্তু আমাদের জেনে রাখা উচিত কেন শুরু হয়েছিল এই রীতি।
শাঁখা পরার জন্য রয়েছে এক পৌরাণিক কাহিনি। শঙ্খাশূর নামে এক অত্যাচারী অসুরের তান্ডবে দেবলোক অশান্ত হয়ে উঠে। সেই সময় সকল দেবতারা মিলে ভগবান নারায়ণের দ্বারস্থ হন।
নারায়ণ সেই সময় শঙ্খাশূর-কে বধ করে দেবতাদের রক্ষা করেন। এদিকে শঙ্খাশূর-এর ধর্মপরায়ণ স্ত্রী তুলসী স্বামীকে ফিরে পাওয়ার আশায় প্রার্থণা শুরু করেন।তুলসীর প্রার্থণায় সন্তুষ্ট হয়ে নারায়ণ শঙ্খাশূর-এর হাড় দিয়ে শাঁখা তৈরি করেন। সেই থেকেই হিন্দু বিবাহিত মহিলাদের স্বামীর মঙ্গলকামনায় এই শাঁখা পড়ার প্রচলন শুরু হয়েছে বলে মনে করা হয়।নারায়ণ তুলসী দেবীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার ও শঙ্খাসুরের দেহাংশ হাড় থেকে শাঁখার সৃষ্টি করেন এবং বিবাহিত সম্পর্কের মাঙ্গলিক চিহ্ন হিসাবে এটির ব্যবহারের নির্দেশ দেন। মনে করা হয় সেই থেকেই হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহিত সম্পর্কের মাঙ্গলিক চিহ্ন হিসাবে শাঁখার প্রচলন হয়।
জ্যোতিষ মতে-
জ্যোতিষ শাস্ত্রে মুক্তা হচ্ছে চন্দ্রের প্রতীক। মুক্তা ব্যবহার করলে- মাথা ঠাণ্ডা থাকে, রূপ লাবন্য বৃদ্ধি পায়, মানসিক বিষন্নতা দূর হয়, মেয়েলি রোগ প্রতিরোধ করে – সাদা শাঁখাও এই একই কাজ করে। মেয়েদের মাথা ঠাণ্ডা রেখে সুখে সংসারধর্ম পালন করতে শাঁখা মেয়েদেরকে সাহায্য করে। এদিকে আধুনিক সময়ে সাদা শাঁখাকে সোনায় মুড়ে পরিধান করেন, তারা শাঁখার উক্ত উপকারগুলো থেকে যে বঞ্চিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই সর্বোচ্চ উপকারিতা পেতে হলে শাঁখাকে তার আসল রূপেই ব্যবহার করতে হবে ।
শাঁখা আর পলা পরানোর মাধ্যমে তাই ধরা হয় বিবাহিত জীবনে একজন মেয়ের মন আর শারীরিক শক্তি বা এনার্জি এই দুই দিক ব্যাল্যান্স করে চলার আগাম শিক্ষা দেওয়া হচ্ছে।
শাঁখা আর পলা পরা, সঙ্গে বাম হাতে নোয়া, অনেকের মতে এর সঙ্গে বিজ্ঞানের যোগ আছে। লাল পলা রক্তকে নির্দেশ করে। যে জায়গায় শাঁখা আর পলা পরা হয় সেই জায়গা দিয়ে সেন্ট্রাল নার্ভ যায় হাতের মধ্যে।পলা আর শাঁখা এই জায়গায় রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে। এনার্জির প্রবাহ বজায় রেখে মানসিক ভারসাম্য ঠিক রাখে। আমাদের মাথাও নাকি অনেক বেশি ভাল কাজ করতে পারে। আর যেহেতু আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ নার্ভ হাতের এই অংশের মধ্যে দিয়ে গেছে, যার যোগ সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে, তাই ধরা হয় শাঁখা আর পলা আমাদের মানসিক শান্তি বজায় রাখতেও খুব ভাল কাজ করে।
শাঁখার কাহিনী কেমন লাগলো আমাদেরকে Comment box e জানাবেন।