ভগবান শ্রী কৃষ্ণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেন । নরকাসুরের বধ করার পর তার দ্বারা বন্দি ১৬ হাজার মহিলাদের মুক্ত করান কৃষ্ণ। মুক্তির পর তাঁরা কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে সংসার তাঁদের আর কখনও স্বীকার করবে না, তাই কৃষ্ণ যেন তাঁদের সম্মান ফিরিয়ে দেওয়ার কোনও উপায় বের করেন। সমাজে সেই কন্যাদের সম্মান বজায় রাখার জন্য সত্যভামার সহযোগিতায় তাঁদের সঙ্গে বিয়ে করেন। ১৬ হাজার কন্যার মুক্তি ও নরকাসুরের দীপদানের উপলক্ষে এই তিথিতে দীপদানের প্রথা প্রচলিত হয়েছে।
১৬ শৃঙ্গার করেন মহিলারাএ দিন ১৬ হাজার কন্যার উদ্ধার করেন কৃষ্ণ। এই আনন্দে মহিলারা ১৬ শৃঙ্গার করেন। তাই নরক চতুর্দশী তিথিটি রূপ চতুর্দশী নামেও পরিচিত। এদিন জলে ঔষধি মিশিয়ে স্নান ও ১৬ শৃঙ্গার করলে রূপ, সৌন্দর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়। বর্তমানে এই দিনে অনেক মহিলারা ১৬ শৃঙ্গার করে থাকে।
ধন্যবাদ