সন্তোষী মা ব্রত মন্ত্র-“ওঁ শ্রী সন্তোষী মহামায়ে গজানন্দম দায়িনী শুক্রবার প্রিয়ে দেবী নারায়নী নমস্তুতে”
মা সন্তোষীর ধ্যান।।
ওঁ রত্নসিংহসনারূঢ়াং রত্নালঙ্কারভূষিতাম্।
চতুর্ভুজাং ত্রিনয়নাং সকলাভীষ্ট দায়িকাম্।।
বরদাভয়হস্তাঞ্চ শঙ্খপদ্মকরস্থিতাম্।
রক্তবস্ত্রপরিধানাং স্মেরাননাং শুচিস্মিতাম্।।
পূজিতা সিদ্ধগন্ধর্বৈঃ দেবতাভিশ্চ সেবিতা।
এবং রূপাং সদা ধ্যেয়ং সন্তোষী মাতরঃ ভূবি।।
এর অর্থ — মা সন্তোষী রত্ন সিংহাসনে নানা
অলংকার ধারন করে থাকেন। তিনি চতুর্ভুজা, তাঁর
ত্রিনয়ন, তিনি সর্ব মনস্কামনা পূর্ণ করেন, মোক্ষ
প্রদান করেন। তিনি বরা মুদ্রা ধারন করে থাকেন,
শঙ্খ পদ্ম করে ধারন করেন, তিনি রক্ত বস্ত্র
পরিধান করেন। তিনি সিদ্ধ, গন্ধর্ব, দেবতাদের
দ্বারা পূজিতা। এই ভাবে মা সন্তোষীকে ধ্যান
করি।
ওঁ শ্রী সন্তোষী মহামায়ে গজানন্দম দায়িনী শুক্রবার প্রিয়ে দেবী নারায়ণী নমস্তুতে