অন্যান্য দেব দেবীর মতো ভগবান কার্তিকের ও একাধিক নামে সম্বোধিত হয়ে থাকেন। যেমন- কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি গৌরী সুত , পাবকি, মহাসেন, ষন্মুখ,কুমার, কুমারেশ, গাঙ্গেয়, বিশাখ, মহাসেন, , নৈগমেয়, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, কুমারেশ, কুক্কুটধ্বজ , স্কন্দ, শরজ,ময়ূরী স্কন্দস্বামী।
কার্তিক ঠাকুর উত্তর ভারতের চেয়ে অধিক জনপ্রিয় দক্ষিণ ভারতে পুঁজিত হন। তামিল ভাষীদের কাছে কার্তিকের রূপ হল ‘মুরুগন’।
আবার অনেকে মুরুগন দেব ও বলে থাকেন।