পৌরাণিক মতে জগন্নাথের অত্যাধিক স্নান এর কারনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এই কারনে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত বৈদ্যর মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্ন জড়িত বস্ত্রের পরিবর্তে শ্বেত বস্ত্র পরিধান করে তারা, আভূষন ও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় ওড়িয়া মঠ থেকে ফুলেরি তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন এবং কস্তুরীর প্রলেপ লাগানো হয়। তার সাথে কিছু আয়ুর্বেদীক ঔষধ খাওয়ানো হয়। একেই বলা হয় জগন্নাথ দেবের জ্বর।
সংগৃহিত