হাওড়ার পঞ্চানন মন্দির। জয় বাবা পঞ্চানন। হাওড়া পঞ্চাননতলায় শ্রীপঞ্চাননদেবের মন্দির বিখ্যাত। ঘটোকবাহন রক্তবর্ণ শিবমূর্তি।এই অঞ্চলে লোকে জাগ্রতদেবতা হিসাবে এনাকে শ্রদ্ধা করেন।তাই লোকশ্রুতিও আছে অনেক।শোনা যায় গভীর রাতে তিনি ঘটোকবাহনে ঘুরে বেরান।ঘোড়ার খুরের শব্দ পাওয়া যায়।এখানে বাবা পঞ্চাননের দর্শনকৃপা পেয়ে ধন্য হওয়া হল।
শতাব্দী প্রাচীন বাবা পঞ্চানন মন্দির। হাওড়া শহরের পঞ্চানন তলার এই মন্দির খুবই জাগ্রত।।এইখানে গেলে বাবা পঞ্চানন ঠাকুর ছাড়াও মা শীতলা,মা মনসা,মা কালী,মা ষষ্ঠী,সিদ্ধিদাতা গণেশ ঠাকুর দেখতে পাওয়া যায়।
বাবা পঞ্চানন দেবকে শিশুরক্ষক হিসাবে পুজো করা হয়।
সংগৃহীত
