গণেশ বিবাহিত কিনা তা নিয়ে অনেক তর্ক আছে । অনেকে বলেন না বিবাহিত আবার অনেকের মত যে গণেশ বিবাহিত নয়। অনেকের ধারণা কলা বউ নাকি তার বউ। কিন্তু টা নয় ।
প্রাচীন একাধিক শাস্ত্রে গণেশের দুই স্ত্রীয়ের উল্লেখ রয়েছে। কোথাও তাঁদের নাম ঋদ্ধি ও সিদ্ধি, কোথাও তাঁদের নাম ঋদ্ধি ও বুদ্ধি আবার কোথাও বা তাঁদের নাম সিদ্ধি ও বুদ্ধি। নামকরণ নিয়ে দ্বিমত থাকলেও গণেশের যে জুই স্ত্রী ছিলেন তা নিয়ে কোন দ্বিমত নেই।
তবে এরা কেউই দেবী বা মানবী নন। এই দুটি হল দুই প্রতীকের নাম। ঋদ্ধি অর্থাৎ সমৃদ্ধি এবং সিদ্ধি অর্থাৎ মোক্ষ। আর বুদ্ধি নামের মধ্যেই অর্থ স্পষ্ট। বলা হয় ঋদ্ধি এবং সিদ্ধি নাকি দুই সন্তানের জন্ম দিয়েছেন তাঁদের নাম শুভ এবং লাভ। তবে এরাও যে প্রতীক তা বুঝতে অসুবিধা হয় না।
দক্ষিণ ভারতে গণেশ ব্রহ্মচারী। এখানেও গণেশকে ব্রহ্মচারী রূপেই পুজো করা হয়। কিন্তু গণেশ বিবাহিত। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে ভরা সংসার তাঁর। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী, বিনায়ক দেবী তুলসীর অভিশাপ পেয়েছিলেন। সেই অভিশাপের ফলে তাঁকে মহাষষ্ঠীর পাণিগ্রহণ করতে হয়েছিল।
কিন্তু তাঁদের কোনও সন্তান হয়নি। কিন্তু শিব পুরাণ বলছে, প্রজাপতি ব্রহ্মার দুই কন্যা সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে বিয়ে হয় গণেশের। দুই স্ত্রীর সঙ্গেই গণেশের একজন করে সন্তানের জন্ম হয়। সিদ্ধির গর্ভে জন্মান ক্ষেম। আর বুদ্ধির সন্তানের নাম লাভ। তবে গণেশের দুই স্ত্রীর নাম নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। শিব পুরাণ অনুসারে গণেশের দুই স্ত্রীয়ের নাম বুদ্ধি ও সিদ্ধি।
কিন্তু মৎস্য পুরাণ অনুসারে তাঁদের নাম ঋদ্ধি ও বুদ্ধি। এদের সন্তানদেরও নামও দুই পুরাণ অনুযায়ী দুই রকম। অমূল্যচরণ বিদ্যাভূষণ তাঁর ‘লক্ষ্মী গণেশ’ গ্রন্থে বলেছেন, গণেশের দুই বউয়ের নাম তুষ্টি ও পুষ্টি। তবে কোথাও কোথাও সিদ্ধি ও বুদ্ধি বা ঋদ্ধ ও বুদ্ধিকে মানুষ গণেশের দাসী হিসাবেই ধরে। এই দুই নারীকে বিনায়কের পত্নী হিসেবে দেখে না তারা। তবে পুরাণে এও বলা রয়েছে সিদ্ধিদাতার এক কন্যা সন্তানও রয়েছে। সেই কন্যার নাম সন্তোষী মা। তবে এই তথ্য লৌকিক পুরাণের। গণেশের মূর্তি পরিকল্পানার সময়ও কোথাও কোথাও এই কথা মাথায় রাখা হয়।
গণেশের বউ নিয়ে নানা মুনির নানা মত। পুরাণ ও লৌকিক কথায় গণেশের বউয়ের নাম নিয়ে মতভেদ। তবে এই কথা সত্য যে বন্ধ্যা নারী সন্তান বাসনায় গণেশের পুজো করেন। এই তথ্য রয়েছে কাশ্মীরী তন্ত্রেও। কাশ্মীরী কবি দামোদর গুপ্ত তাঁর ‘কুট্টনীমতম্’ গ্রন্থে সেই পুজোর আচার অনুষ্ঠান ও বিধি লিবিপদ্ধ করেছেন। তবে গণেশের বউ নিয়ে মত ভেদ থাকলেও তার কন্যা সন্তোষী মা কে সকলে আমরা জানি । এবং দেবী রূপে পূজা করে থাকি।
আমাদের লেখা কেমন লাগলো অবশ্যই comment box এ জানাবেন। ধন্যবাদ