বর্তমানে প্রনাম প্রায় উঠেই গেছে।এখন প্রনাম করাকে অনেকেই ব্যাকডেটেড মনে করেন।প্রনাম নিয়ে অনেক ভুল ধারণাও আছে এখন সমাজে।প্রনাম করা বহু পুরানো প্রথা হলেও এতে লুকিয়ে আছে খুবই গুরুত্বপূর্ণ বেক্ষা।যা শুনলে অনেকেই অবাক হবেন।আমরা অনেকেই শুনে অবাক ও হবো বটে।জেনে নেওয়া যাক আসল কারণ –
পায়ে হাত দিয়ে প্রনাম বা চরণস্পর্শ করে প্রনাম প্রাচীনকাল থেকে চলে আসছে । কিন্তু কেন আমরা এটা করব বা কেন করা হয়। জেনে নিন –
বিনম্র হয়ে আমরা কারও চরণস্পর্শ করে থাকি। সে সময় যাঁর চরণস্পর্শ করা হচ্ছে, তাঁর মনে আমাদের জন্য পজিটিভ চিন্তাধারা এবং এনার্জি জন্ম নেয়, যা ওই ব্যক্তির হাত এবং পায়ের আঙুলের মাধ্যমে আমাদের শরীরে পৌঁছয়। এর ফলে কসমিক এনার্জি বৃদ্ধি পায়। মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলির উত্পত্তি, তা হাত এবং পায়ে এসে শেষ হয়। তাই চরণস্পর্শ করলে সঙ্গে সঙ্গে একটি পরিধি গড়ে ওঠে এবং দু’টি শরীরের শক্তি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। ফলে দু’টি মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যোগসূত্র গড়ে ওঠে। আলিঙ্গন এবং হাত মেলানোর মধ্যে দিয়েও একই ধরনের লাভ পাওয়া যায়।
আমাদের লেখা কেমন লাগলো অবশ্যই comment box এ জানাবেন। ধন্যবাদ